সংসদ নির্বাচনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া চূড়ান্ত: নির্বাচন কমিশনার আনারুল।

সংসদ নির্বাচনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া চূড়ান্ত: নির্বাচন কমিশনার আনারুল।

সংসদ নির্বাচনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া চূড়ান্ত: নির্বাচন কমিশনার আনারুল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের বিভিন্ন আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আনারুল ইসলাম।
ইসি আনারুল বলেন, “সীমানা পুনর্নির্ধারণের খসড়া চূড়ান্ত করা হয়েছে। আগামী বৃহস্পতিবারের (৩১ জুলাই) মধ্যে গেজেট আকারে তা প্রকাশ করা হবে।”

তিনি আরও জানান, সীমানায় খুব বেশি পরিবর্তন আনা হয়নি। মোট ৩৯টি আসনসংক্রান্ত আবেদন আমলে নেওয়া হয়েছে। এসবের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই ছোটখাটো (মাইনর) পরিবর্তন করা হয়েছে। এক, দুই বা তিনটি আসনবিশিষ্ট জেলাগুলোর সীমানায় কোনো পরিবর্তন আনা হয়নি। এছাড়া ২৫০টি আসনসংক্রান্ত বিষয়ে কোনো আবেদন না থাকায় সেগুলো অপরিবর্তিত রাখা হয়েছে।

পরিবর্তিত আসনসমূহ হলো: পঞ্চগড়-১ ও ২, রংপুর-৩, সিরাজগঞ্জ-১ ও ২, সাতক্ষীরা-৩ ও ৪, শরীয়তপুর-২ ও ৩, ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯, গাজীপুর-১, ২, ৩, ৫ ও ৬, নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫, সিলেট-১ ও ৩, ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩, কুমিল্লা-১, ২, ১০ ও ১১, নোয়াখালী-১, ২, ৪ ও ৫, চট্টগ্রাম-৭ ও ৮ এবং বাগেরহাট-২ ও ৩।

এ প্রসঙ্গে ইসি আনারুল বলেন, “গাজীপুরে সবচেয়ে বড় পরিবর্তন হবে। সেখানে একটি নতুন আসন যুক্ত হবে। অপরদিকে বাগেরহাটে একটি আসন কমানো হবে। ভোটার সংখ্যার ভিত্তিতেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”