৪ কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, এনবিআর আন্দোলনের প্রভাব।

৪ কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, এনবিআর আন্দোলনের প্রভাব।

আজ সোমবার (১৮ আগস্ট) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) চারজন কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে। আইআরডি সচিব এবং এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান স্বাক্ষর করেছেন। সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন:

সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু

খুলনা মোংলার কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার আবুল আলা মোহাম্মদ আমীমুল ইহসান খান

চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির যুগ্ম কমিশনার সানোয়ারুল কবির

খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উপকমিশনার সাইদুল ইসলাম

আইআরডি জানিয়েছে, ১২ মে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা’ সংক্রান্ত অধ্যাদেশ জারি হওয়ার পর এনবিআরের কিছু কর্মকর্তা-কর্মচারী আন্দোলনে যুক্ত ছিলেন। অভিযোগ আছে, তারা অফিসের কাজ বাধাগ্রস্ত করেছেন এবং সহকর্মীদের কাজ বন্ধে উসকানি দিয়েছেন। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯(১) অনুযায়ী তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালে তারা নিয়মমাফিক খোরপোষ ভাতা পাবেন।

গত দুই মাসে আন্দোলনের কারণে এনবিআরের মোট ৩১ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মে ও জুনে যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয়, ২৮ ও ২৯ জুন তারা সারা দেশে অফিস বন্ধ রাখেন। ব্যবসায়ীদের মধ্যস্থতায় আন্দোলন প্রত্যাহার হলেও শাস্তিমূলক ব্যবস্থা চালু হয়। এর মধ্যে তিন সদস্য ও এক কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, এবং চট্টগ্রাম কাস্টম হাউসের তৎকালীন কমিশনারকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এছাড়া এনবিআরের ২ সদস্যসহ ১৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদক তদন্ত শুরু করেছে, যারা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।