কমলগঞ্জে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনা।

কমলগঞ্জে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বদলিজনিত বিদায় উপলক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম তালুকদারকে বিদায় সংবর্ধনা প্রদান করেছে প্রাথমিক শিক্ষা পরিবার।
কমলগঞ্জে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনা।
সোমবার (২৮ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অংশগ্রহণ করেন। শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর।
কমলগঞ্জে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনা।সভাপতিত্ব করেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোমা ভট্টাচার্য। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন। কমলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর ইকবাল হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, শিক্ষক মুজিবুর রহমান রঞ্জু প্রমুখ।
এছাড়াও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাকে মানপত্র, সম্মাননা ক্রেস্ট ও উপহারসামগ্রী প্রদান করা হয়।বক্তারা বলেন, “মো. সাইফুল ইসলাম তালুকদার একজন দক্ষ, সৎ ও আন্তরিক কর্মকর্তা। প্রাথমিক শিক্ষার উন্নয়ন ও বিদ্যালয়ের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে তার ভূমিকা ছিল অসামান্য। তিনি শিক্ষকদের কাছে যেমন জনপ্রিয় ছিলেন, তেমনি অভিভাবকদের কাছেও শ্রদ্ধার পাত্র ছিলেন।”
কমলগঞ্জে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনা।