পতনউষারে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠন’-এর ফ্রি মেডিকেল ক্যাম্পের সফল আয়োজনের পর দুই চিকিৎসককে সম্মাননা স্মারক প্রদান।

পতনউষারে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠন’-এর ফ্রি মেডিকেল ক্যাম্পের সফল আয়োজনের পর দুই চিকিৎসককে সম্মাননা স্মারক প্রদান।
পতনউষারে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠন’-এর ফ্রি মেডিকেল ক্যাম্পের সফল আয়োজনের পর দুই চিকিৎসককে সম্মাননা স্মারক প্রদান।
মানবসেবার মহৎ ব্রতকে এগিয়ে নিতে এবং চিকিৎসা সেবায় অবদানের স্বীকৃতি জানাতে পতনউষারের আলোর পথ ইসলামি ছাত্র সংগঠন গত ৭ আগস্ট একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে। এ ক্যাম্পে অসহায় ও সাধারণ মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন দুই নিবেদিতপ্রাণ চিকিৎসক ডা. এস. কে. নাহিদ ও ডা. তানভির আহমদ।
তাদের এই মহৎ ভূমিকা ও সার্বিক সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য গতকাল (১৪ আগস্ট) রাত ৮টায় শমশেরনগরের আলিবাবা রেস্টুরেন্টে এক সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা স্মারক প্রদান করা হয়।অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি এহিয়া আহমদ রাফি উভয় চিকিৎসকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মহসিন খান, সহ-সমাজকল্যাণ সম্পাদক আকিব খান, বাজারবিষয়ক সম্পাদক সাগরুল হক চৌধুরী, প্রচার সম্পাদক সাইদুল্লাহ হাসান দোহা এবং উপদেষ্টা কমিটির সদস্য শাকিল আহমদ।
পতনউষারে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠন’-এর ফ্রি মেডিকেল ক্যাম্পের সফল আয়োজনের পর দুই চিকিৎসককে সম্মাননা স্মারক প্রদান।
সভায় বক্তারা বলেন। চিকিৎসা পেশা শুধু একটি পেশা নয়, এটি মানবতার সেবার এক পবিত্র দায়িত্ব। ডা. এস. কে. নাহিদ ও ডা. তানভির আহমদ ফ্রি মেডিকেল ক্যাম্পে তাদের জ্ঞান, সময় ও শ্রম দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। এটি সমাজে এক অনুকরণীয় দৃষ্টান্ত।”

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানবিক কর্মকাণ্ডে যারা আন্তরিকভাবে অবদান রাখবেন, ভবিষ্যতেও তাদের স্বীকৃতি ও সম্মাননা জানানো হবে, যাতে সমাজের আরও মানুষ অনুপ্রাণিত হয়ে সেবামূলক কাজে যুক্ত হন।
পতনউষারে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠন’-এর ফ্রি মেডিকেল ক্যাম্পের সফল আয়োজনের পর দুই চিকিৎসককে সম্মাননা স্মারক প্রদান।
উল্লেখ্য, ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে আলোর পথ ইসলামি ছাত্র সংগঠন নিয়মিত রমজান মাসে ইফতার ও অর্থ বিতরণ, বন্যা ও দুর্যোগকালে ত্রাণ সহায়তা এবং অসহায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য বিভিন্ন সামাজিক ও স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।