প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুর রশিদ বলেন, আগামীতে দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত দেশ গড়তে হলে জামায়াতের দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। ইসলাম শান্তির ধর্ম। সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হলে মুসলিমসহ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান—সকলেই এর সুফল পাবে ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ নাজমুল ইসলাম, উপজেলা কর্ম পরিষদের সদস্য মোঃ হায়দার আলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ সেলিম রেজা ও ২ নম্বর ফরক্কাবাদ ইউনিয়ন জামায়াতের সভাপতি কামরুজ্জামান রাসেল।
সমাবেশে রাজারামপুর ইউনিয়ন জামায়াতের ৭ ও ৯ নম্বর ওয়ার্ড কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ আনায়ারুল ইসলাম, যুব বিভাগীয় সেক্রেটারি আব্দুল কাইয়ুমসহ ইউনিয়নের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।