নিজ ঘরে সাবেক ছাত্রদল নেতার গলা কাটা লাশ, বিকেলে জানাজা অনুষ্ঠিত।
মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ ঘর থেকে সাবেক ছাত্রদল নেতার গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। এটি যে হত্যাকাণ্ড সেটি নিশ্চিতভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানাতে পারেননি পরিবারের সদস্যরা। শনিবার সকালে উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে নিজ ঘর থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শামিম আকনজি বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি এবং তদন্ত চলছে।” এদিকে, আজ রবিবার বিকেল ৫টার দিকে হাজারো মানুষের উপস্থিতিতে সিদ্ধেশ্বরপুর শাহী ঈদগাহ ময়দানে রাফি আহমেদের জানাজা সম্পন্ন হয়। এলাকাবাসী এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছেন।