
বুধবার (২০ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪ এর বিচারক মো. সোহাগ তালুকদার এ রায় ঘোষণা করেন। সিরাজুল ইসলাম লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
মামলার তথ্য অনুযায়ী, ২০০৯ সালে সিরাজুল ইসলামের সঙ্গে রামনারায়ণপুরের হেলাল উদ্দিনের মেয়ে লতা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক বিষয় নিয়ে সিরাজুল ইসলাম লতাকে নিয়মিত নির্যাতন করতেন। ২০২০ সালের ২৭ এপ্রিল স্থানীয় জোকাদহ বটতলা এলাকায় লতার মৃতদেহ পাওয়া যায়। পরদিন লতার বাবা লালপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন।
পুলিশ তদন্তে নিশ্চিত হয়, লতা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ২০২০ সালের ১৩ ডিসেম্বর লালপুর থানায় সিরাজুল ইসলামের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় এবং সাক্ষ্যপ্রমাণের পর বিচারক রায় দেন।
সহকারী পাবলিক প্রসিকিউটর মাহমুদুর রহমান মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।