চৌদ্দগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু।

নিহতরা হলো- সাকছি বড় বাড়ির আব্দুল কাদের ও ফাতেমা দম্পতির মেয়ে জান্নাত আক্তার (১০) এবং একই এলাকার দাউদ ও স্বপ্না দম্পতির মেয়ে ইয়াসমিন (৮)।স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার আগে পুকুরে গোসল করতে নামে দুই শিশু। একজনের হাতে শাকের চালনও ছিল। কিছুক্ষণ কথাবার্তা বলার পর তারা গোসল করতে থাকে। পরে হঠাৎ তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে খোঁজ করতে গেলে পুকুর ঘাটে কাউকে পাওয়া যায়নি। এ সময় পানির নিচ থেকে বুদবুদ উঠতে দেখে সন্দেহ হলে স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। প্রথমে এক শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়। পরে আরেক শিশুর নিথর দেহও পানির নিচ থেকে উদ্ধার করা হয়।
হঠাৎ দুই শিশুর এমন মৃত্যুর খবরে পুরো গ্রামজুড়ে নেমে আসে শোকের ছায়া। চিওড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হুমায়ুন কবির সুজন বলেন, “নিহত দুই শিশুই আমাদের প্রতিবেশী। খবর পেয়ে ছুটে এসে দেখি, কারও কিছু করার আর সুযোগ নেই। কোমলমতি দুটি শিশু স্রষ্টার ডাকে সাড়া দিয়ে চলে গেছে না ফেরার দেশে।”
তিনি আরও জানান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান ও ইউনিয়ন আমীর শাহজালাল টিপুর মাধ্যমে পরিবারগুলোর খোঁজখবর নেয়া হয়েছে। উপজেলা জামায়াতের পক্ষ থেকেও শোক জানানো হয়েছে। (এস.এম.টিভি মিডিয়ার পক্ষ থেকেও আমরা নিহত শিশুদের আত্মার মাগফিরাত ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।