উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে দোয়া ও নিরবতা পালন।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার এলাকার ঐতিহ্যবাহী কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বিশেষ দোয়া ও এক মিনিট নিরবতা পালন। রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় এ আয়োজন করা হয়।
২২ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী এবং ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এ দোয়া মাহফিল ও নিরবতা পালন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।
দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক। এসময় আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা করা হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান জানায়।