বেসরকারি বিদ্যালয় ও কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষার সুযোগের দাবিতে কমলগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

বেসরকারি বিদ্যালয় ও কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষার সুযোগের দাবিতে কমলগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। 
বেসরকারি বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুলসমূহকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনী চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে কমলগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন। মানববন্ধন শেষে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধরের কাছে হস্তান্তর করা হয়।
কোমলমতি শিশুদের শিক্ষা বঞ্চনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন কমলগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মো. মুজিবুর রহমান রঞ্জু। বক্তব্য রাখেন শাহজালাল কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ সোয়েব আহমদ, আম্বিয়া কেজি স্কুলের অধ্যক্ষ মমতা সিনহা এবং কমলগঞ্জ আইডিয়াল স্কুলের অধ্যক্ষ ও এসোসিয়েশনের সহ-সভাপতি মাসুক আলী।

বক্তারা বলেন, দেশের সকল কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয় সরকার নির্ধারিত পাঠ্যসূচি অনুযায়ী পাঠদান করে আসছে। পূর্বে এ সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। কিন্তু ২০২৫ সাল থেকে পুনরায় বৃত্তি পরীক্ষা চালুর প্রজ্ঞাপনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে অন্তর্ভুক্ত না করায় চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তারা অভিযোগ করেন, একটি বিশেষ মহল ইচ্ছাকৃতভাবে বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করতে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। বক্তারা দ্রুত সময়ের মধ্যে সংশোধনী প্রজ্ঞাপন জারি করে সকল বেসরকারি বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুলকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জোর দাবি জানান।

তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি বাস্তবায়ন না হলে দেশের সব বেসরকারি বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুলের পক্ষ থেকে বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়া হবে।