বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ অস্বীকার করল নয়া দিল্লি।

বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ অস্বীকার করল নয়া দিল্লি।
বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ অস্বীকার করল নয়া দিল্লি।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক অভিযোগের প্রেক্ষিতে নয়া দিল্লি স্পষ্ট জানিয়েছে, তাদের কাছে কোনো তথ্য নেই যে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে বা দেশটির আইন ভঙ্গ করছে।

বুধবার গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আমাদের জ্ঞানে আসেনি যে ভারতে থাকা আওয়ামী লীগের কোনো নেতা বা কর্মী বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে কিংবা ভারতের আইন লঙ্ঘন করছে। ভারত কোনোভাবেই তার ভূখণ্ড থেকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম চালানোর অনুমতি দেয় না।”

তিনি আরও জানান, বাংলাদেশের অস্থায়ী সরকারের দেওয়া প্রেস বিবৃতিটি সঠিক নয়। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের জনগণের ইচ্ছা ও গণতান্ত্রিক ম্যান্ডেট রক্ষায় যত দ্রুত সম্ভব একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।