সুষ্ঠু নির্বাচনে সহযোগিতায় প্রস্তুত সেনাবাহিনী: জেনারেল ওয়াকার-উজ-জামান।
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনের জন্য সেনাবাহিনী সবধরনের প্রস্তুতি নিয়েছে।
গতকাল সকালে ঢাকা সেনানিবাসে আয়োজিত অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে পদস্থ সেনা কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন এবং দেশের সব সেনা স্থাপনাসহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত অফিসাররা ভার্চুয়ালি যুক্ত হন। প্রায় ৩৮ মিনিটের প্রারম্ভিক বক্তব্যে সেনাপ্রধান সেনাসদস্যদের নিরলস পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, “দেশের এই ঐতিহাসিক দায়িত্ব পালনে জনগণ সেনাবাহিনী এবং প্রতিটি সদস্যকে চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।
তিনি আরও বলেন, সেনাবাহিনী একটি পেশাদার প্রতিষ্ঠান দায়িত্ব পালনের সময় অবশ্যই পেশাদারিত্ব বজায় রাখতে হবে। প্রতিশোধমূলক কোনো কর্মকাণ্ডে জড়ানো যাবে না। রাজনৈতিক সংশ্লিষ্টতা কিংবা নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার সম্পর্কে সেনাপ্রধান বলেন, “এসব দেখে বিচলিত হওয়ার কিছু নেই। যারা এমন করছে তারা অনেকটাই তরুণ, সময়ের সাথে নিজেরাই বুঝতে পারবে। আমাদের সতর্ক থাকতে হবে যাতে কেউ ভুয়া তথ্য ছড়িয়ে বাহিনীর ভাবমূর্তি নষ্ট করতে না পারে।
তিনি আরও বলেন, “একজন সেনা কর্মকর্তাকে তৈরি করতে রাষ্ট্র বিপুল অর্থ ব্যয় করে। তাই অপরাধে জড়িয়ে পড়ার আগেই সতর্ক থাকতে হবে। পরে ব্যবস্থা নেওয়া হলে সেটি শুধু রাষ্ট্রীয় অর্থের অপচয় ছাড়া কিছু নয়।”
শেষে সেনাপ্রধান দৃঢ় কণ্ঠে বলেন, “দেশের মানুষ এখন সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছে। তোমরাই দেশের ভবিষ্যৎ। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বাহিনীর শৃঙ্খলা ও চেইন অব কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে