“জুলাই দ্রোহ”-এ উত্তাল লাকসাম

গণহত্যার বিচার দাবিতে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

তাহসিন মিয়াজি||নিজস্ব প্রতিবেদক, লাকসাম

গতকাল মঙ্গলবার (২৩ জুলাই ২০২৫) বিকেলে কুমিল্লার লাকসামে “জুলাই দ্রোহ” শিরোনামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা দক্ষিণ জেলা শাখা। ২০১৩ সালের জুলাই মাসে সংঘটিত কথিত ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়’ গণহত্যার বিচার দাবিতে এই কর্মসূচি পালিত হয়।

মিছিলটি শুরু হয় লাকসাম হাউজিং এস্টেট জামে মসজিদের সামনে থেকে। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে সজ্জিত মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ব্যাংক রোড চত্বরে গিয়ে সমাবেশে রূপ নেয়।

সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা শিবির সভাপতি মহিউদ্দিন রনি। তিনি বলেন,

 “২০১৩ সালের জুলাইয়ে ধর্মীয় বিশ্বাস ও রাজনৈতিক মতাদর্শের কারণে এক নির্মম গণহত্যা সংঘটিত হয়। আজ ১২ বছর পরও সেই হত্যাকাণ্ডের বিচার হয়নি। রাষ্ট্রযন্ত্রের চরম নিষ্ঠুরতার শিকার সেইসব শহীদের রক্তের মূল্য দিতেই হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাকসাম জামায়াতের পৌর আমীর মাওলানা জয়নাল আবেদীন পাটোয়ারী, শিক্ষক নেতা মাওলানা শহিদ উল্লাহ এবং আবদুর রব ফারুকী। তারা বলেন, “শুধু স্মরণ নয়, আমরা প্রতিশোধ চাই না, চাই ন্যায়বিচার।”

বক্তারা গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলোকেও এই ‘গণহত্যা’ নিয়ে ভূমিকা রাখার আহ্বান জানান।

সারাদেশে “জুলাই দ্রোহ” কর্মসূচি

শুধু লাকসামেই নয়, সারাদেশেই ছাত্রশিবির “জুলাই দ্রোহ” নামে কর্মসূচি পালন করছে। এর আওতায় শিক্ষাপ্রতিষ্ঠান, জেলা ও মহানগরে বিক্ষোভ, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।

শিবির নেতাদের ভাষ্যমতে, এই কর্মসূচি শুধু বিচার দাবি নয়; বরং একটি নৈতিক প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছে।